ওলসা মহাসচিবের বার্তা
বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক অনন্য উজ্জ্বল নক্ষত্রের নাম গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। ১৯৬১ সাল থেকে “আলো আরও আলো” এই মূলমন্ত্রকে ধারণ করে এই প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আমরা দেশে ও বিদেশে অসংখ্য ল্যাবরেটরিয়ানদের সাফল্যের সাথে সমাদৃত হতে দেখেছি। আজ এই দিনে, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম জনাব খান মুহাম্মদ সালেক এবং তৎকালীন টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ মরহুম জনাব ওসমান গনিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাকালীন শ্রদ্ধেয় শিক্ষকদের, যাদের নিরলস প্রচেষ্টা ও দূরদর্শিতায় আজ আমরা এই সাফল্যের অংশীদার হয়েছি। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আকরাম, শহীদ মুনির এবং শহীদ মাজহারসহ সকল মুক্তিযোদ্ধা ল্যাবরেটরিয়ান ভাইদের।...
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা—এটি আমার কাছে শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমার কাছে এক পরম আবেগের নাম। এই স্কুল থেকে আমরা যে শিক্ষা পেয়েছি এবং এই স্কুল আমাদের জীবনে যে ছাপ ফেলেছে তার বহিঃপ্রকাশ আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে অনুভব করতে পারি। স্কুল জীবনের নানা স্মৃতি আজও আমাদের মনকে আন্দোলিত করে। আজও অতীতের সেই সুর মনে জোগায় এক অফুরন্ত প্রাণশক্তি। স্কুলকে নিয়ে আমাদের এক এক জনের আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ এক এক রকম হলেও, স্কুলের প্রতি ভালোবাসার প্রশ্নে আমরা সকল ল্যাবরেটরিয়ানরা এক। সেই উপলব্ধি থেকেই ১৯৭৬ সাল থেকে যাত্রা শুরু করে প্রাক্তন ছাত্রদের সংগঠন “ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা)” যার স্রোতধারা আজও বহমান। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত ওলসার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, এবং যারা ওলসাকে একটি সফল সংগঠনে পরিনত করতে নিরলস পরিশ্রম করেছিলেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।
আজ যখন স্কুল জীবনের সেই স্বপ্নিল, স্বর্ণালী দিনগুলো থেকে আমরা বহু দূরে চলে এসেছি, তখন ওলসা যেন একটি সেতুবন্ধন হয়ে আমাদের যুক্ত করছে সেই বাস্তবতার সাথে, আর স্বপ্নিল দিনগুলোর সঙ্গে, এক অদৃশ্য, অমলিন সম্পর্কের মতো। ওলসা আমার কাছে নিছক কোন সংগঠনের নাম নয়, ওলসা আমার কাছে এক অনুভূতির নাম, এক প্রাণশক্তির নাম। প্রতিটি ল্যাবরেটরিয়ানের আবেগ ও অনুভূতি ওলসার এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি ল্যাবরেটরিয়ানকে একত্রিত করে এক শক্তিশালী ঐক্য গড়ে তোলাই ওলসার মূলমন্ত্র। আমাদের এই মূলমন্ত্রের সঙ্গতি আমরা খুঁজে পাই বিখ্যাত ফরাসী উপন্যাসিক আলেকজান্ডার ডুমার "দ্য থ্রি মাস্কেটিয়ার্স" উপন্যাসের সেই অনবদ্য উক্তির মধ্যে— “All for One, One for All”
দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল ল্যাবরেটরিয়ানদের এক সুতোয় গাঁথার অভিপ্রায় নিয়ে এগিয়ে যাচ্ছে ওলসা।
ওলসার এই যাত্রায় আপনাকে স্বাগতম।
Read more
ব্যারিস্টার অনীক আর হক
মহাসচিব ওলসা